CPM

পথে নেতারা, শহরেও জনতার দরবারে সিপিএম

বিমানবাবু, সূর্যবাবুরা আবার দোকানদার, ছোট ব্যবসায়ী, সাধারণ কর্মচারীদের কাছে জানতে চেয়েছেন, বেহাল অর্থনীতি এবং মূল্যবৃদ্ধির বাজারে তাঁদের কেমন লড়াই করে দিন চালাতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ০৯:৩৫
Share:

জনসংযোগে সিপিএমের রাজ্য নেতৃত্ব। নিজস্ব চিত্র।

গ্রামাঞ্চলে চলছে পদযাত্রা, ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের ডাকে জেলায় হচ্ছে সমাবেশও। তারই পাশাপাশি এ বার শহরে এলাকায় ঘুরে সরাসরি জনসংযোগে নামলেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। শহর জুড়ে জনসংযোগ ও গণসংগ্রহের কর্মসূচি নিয়েছে কলকাতা জেলা সিপিএম। তারই অঙ্গ হিসেবে পশ্চিম বেহালায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, এন্টালিতে প্রবীণ নেতা বিমান বসু, বাগবাজারে পলিটবুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, বেহালা পূর্বে রবীন দেব প্রমুখকে দেখা গিয়েছে দোকানে-বাজারে, রাস্তায় বা বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করতে। ছিলেন দলের কলকাতার অন্য নেতারাও। বিভিন্ন এলাকাতেই সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা জানিয়েছেন। সিপিএম সূত্রের দাবি, গণসংগ্রহেও সাড়া মিলছে আগের চেয়ে ভাল। বিমানবাবু, সূর্যবাবুরা আবার দোকানদার, ছোট ব্যবসায়ী, সাধারণ কর্মচারীদের কাছে জানতে চেয়েছেন, বেহাল অর্থনীতি এবং মূল্যবৃদ্ধির বাজারে তাঁদের কেমন লড়াই করে দিন চালাতে হচ্ছে। বেহালার বঙ্কিমপল্লিতে সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘‘শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, চাকরি পর্যন্ত চুরি হয়ে গিয়েছে! লুট, দুর্নীতি, দুষ্কৃতী-রাজ চলছে। অধিকার বুঝে নিতে মানুষ বামপন্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটা দেখে বিজেপি-তৃণমূলের ঘুম উড়েছে! তারা চিন্তিত হয়ে নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে।’’ মাসখানেক এই ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনা নিয়েছে কলকাতা জেলা সিপিএম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন