Tanmoy Bhattacharya

দলে শাস্তি থেকে মুক্তি তন্ময়ের

এক মহিলা সাংবাদিকের সঙ্গে ‘অশালীন আচরণে’র অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) রিপোর্টে অবশ্য অভিযোগের পক্ষে বিশেষ কিছু পাওয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০৬:৫২
Share:

তন্ময় ভট্টাচার্য। —ফাইল চিত্র।

শাস্তির মেয়াদ শেষ হল সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের। দলের রাজ্য কমিটির দু’দিনের বৈঠকে জবাবি ভাষণে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তন্ময়ের সাসপেনশন প্রত্যাহারের ঘোষণা করেছেন। এক মহিলা সাংবাদিকের সঙ্গে ‘অশালীন আচরণে’র অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) রিপোর্টে অবশ্য অভিযোগের পক্ষে বিশেষ কিছু পাওয়া যায়নি। তদন্ত চলাকালীন তাঁকে যে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছিল, আইসিসি রিপোর্টের পরে সেই শাস্তি তুলে নেওয়া হয়েছিল। তবে তন্ময়ের আচরণ নিয়ে বেশ কিছু প্রশ্ন ও বিতর্ক তৈরি হওয়ায় পরে সিপিএমের রাজ্য কমিটি তাঁকে ৬ মাসের জন্য নিলম্বিত করেছিল। কলকাতায় গত জানুয়ারিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছিল। সূত্রের খবর, বৈঠকে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, রাজ্য কমিটির তত্ত্বাবধানে আপাতত কাজ করবেন উত্তর ২৪ পরগনা জেলার নেতা তন্ময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন