Fraud Case

বিনিয়োগ সংস্থার নামে জালিয়াতি, লোপাট ১৭ লক্ষ

অভিযোগকারী স্নেহাশিস ঘোষ জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত মার্চ মাসে। শেয়ার বাজারে কারবার করে, এমন একটি নামী সংস্থার নাম করে স্নেহাশিসকে ফোনে বলা হয়, তাঁর নামে ভিআইপি অ্যাকাউন্ট খোলা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৮:১৫
Share:

প্রাথমিক ভাবে অভিযোগকারী জানিয়েছেন, এর পিছনে একটি চক্র কাজ করছে বলে তাঁর সন্দেহ। —প্রতীকী চিত্র।

একটি বিনিয়োগ সংস্থার নাম এবং লোগো ব্যবহার করে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা। শনিবার পর্ণশ্রী থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

অভিযোগকারী স্নেহাশিস ঘোষ জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত মার্চ মাসে। শেয়ার বাজারে কারবার করে, এমন একটি নামী সংস্থার নাম করে স্নেহাশিসকে ফোনে বলা হয়, তাঁর নামে ভিআইপি অ্যাকাউন্ট খোলা হবে। এর পরে জালিয়াতেরা একটি অ্যাকাউন্ট খুলিয়ে ওই ব্যক্তিকে একটি ওয়টস্যাপ গ্রুপে যোগ করায়। প্রতারকদের কথা মতো একটি লিঙ্কে ক্লিক করে একটি অ্যাপও ডাউনলোড করেছিলেন স্নেহাশিস। ওই অ্যাপের মাধ্যমেই তিনি বিনিয়োগ করতে শুরু করেন।

স্নেহাশিসের কথায়, ‘‘প্রথম কয়েক দফায় অল্প টাকা বিনিয়োগ করেছিলাম। সেই টাকা তুলতে অসুবিধা হয়নি। এ ভাবে কিছু দিন চলার পরে বিশ্বাস জন্মে যাওয়ায় মোটা টাকা বিনিয়োগ করতে শুরু করি।’’ তিনি জানান, কয়েক দফায় প্রায় ১৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু ইদানীং সেই টাকা কোনও ভাবেই তুলতে পারছিলেন না। এর পরেই স্নেহাশিস বুঝতে পারেন, তিনি সাইবার প্রতারকদের খপ্পরে পড়েছেন। তখন তিনি পর্ণশ্রী থানার দ্বারস্থ হন।

প্রাথমিক ভাবে অভিযোগকারী জানিয়েছেন, এর পিছনে একটি চক্র কাজ করছে বলে তাঁর সন্দেহ। পুলিশ তদন্তে সব দিকই খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন