প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বাছবে সিএসসি

সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির জন্য সরাসরি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর বাছাইয়ের ক্ষমতা কলেজ সার্ভিস কমিশনকে (সিএসসি) দিতে বিল আনছে রাজ্য সরকার। আগামিকাল, বৃহস্পতিবার বিধানসভায় ওই বিল পেশ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির জন্য সরাসরি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর বাছাইয়ের ক্ষমতা কলেজ সার্ভিস কমিশনকে (সিএসসি) দিতে বিল আনছে রাজ্য সরকার। আগামিকাল, বৃহস্পতিবার বিধানসভায় ওই বিল পেশ করা হবে।

Advertisement

দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭ শীর্ষক ওই বিলে বলা হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে বেশ কিছু অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদ তৈরি করেছে রাজ্য। এ বার সেই পদগুলি পূরণের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পাবে কলেজ সার্ভিস কমিশন। এত দিন কমিশনের শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অধ্যক্ষ বাছাইয়ের দায়িত্ব ছিল। আর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদগুলি পূরণ হত পদোন্নতির ভিত্তিতে। নতুন দায়িত্ব কমিশনকে দেওয়ার জন্য তাদের ক্ষমতা বাড়াতে হবে। সেই উদ্দেশেই বিল এনে আইন সংশোধন করা হচ্ছে। বিরোধীদের অবশ্য আশঙ্কা, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে পছন্দের লোক নিয়োগ করতেই ওই বিল আনছে রাজ্য সরকার। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সহ উপাচার্য পদ তৈরির জন্য ওই বিশ্ববিদ্যালয়ের আইনে পরিবর্তন করতেও বিধানসভায় বিল আসছে শুক্রবার। কল্যাণী বিশ্ববিদ্যালয়েও নতুন সহ উপাচার্য পদ তৈরির জন্য সোমবার একটি বিল আনবে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন