University of Calcutta

পরীক্ষাসূচি নিয়ে বিভ্রান্তি

দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র কলেজকে পাঠাবে। কলেজ তা পরীক্ষার্থীদের দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার ‘প্রস্তাবিত’ সময়সূচি বুধবার প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু সন্ধ্যের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই পরীক্ষার সূচি আর দেখা যায়নি। ওয়েবসাইটে ক্লিক করলে ‘সার্ভার এরর’ দেখা গিয়েছে। সূত্রের খবর, অক্টোবরে পরীক্ষা নেওয়া নিয়ে রাজ্যের প্রস্তাবে ইউজিসি মৌখিক সম্মতি জানালেও এখনও লিখিত সম্মতি আসেনি। এই পরিস্থিতিতে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়ে পরে উচ্চ শিক্ষা দফতরের নির্দেশেই তা সরিয়ে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্তকে বারবার ফোন এবং মেসেজ করেও কথা বলা যায়নি। এদিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সময়সূচি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বিএ, বিএসসি পার্ট–থ্রি অনার্স, মেজর, জেনারেল এবং বিকম–এর ফাইনাল সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর থেকে। পরীক্ষার সময়সূচি বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। বিএ, বিএসসি পার্ট–থ্রি অনার্স ও মেজরের পরীক্ষা হবে ১, ৩, ৫ ও ৭ অক্টোবর। জেনারেলের পরীক্ষা ১, ৩ এবং ৪ অক্টোবর। পরিবেশবিদ্যার পরীক্ষা ৮ অক্টোবর হবে। বিকম ফাইনাল সিমেস্টারের পরীক্ষা হবে ৫, ৭ ও ৮ অক্টোবর। দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র কলেজকে পাঠাবে। কলেজ তা পরীক্ষার্থীদের দেবে। উত্তরপত্রের প্রতি পাতায় পরীক্ষার্থীদের রোল নম্বর লিখতে বলা হয়েছে। বিবিএ, বিএড, এলএলবি, বিএ-এলএলবি-সহ কিছু পরীক্ষার ‘প্রস্তাবিত’ নির্ঘণ্টও প্রকাশিত হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন