Cyclone Yaas

Cyclone Yaas: ইয়াসের প্রভাবে হাওড়ায় দফায় দফায় বৃষ্টি, জল উঠল বেলুড় মঠ প্রাঙ্গণেও

জল জমলেও তাতে বিশেষ প্রভাব পড়েনি বেলুড় মঠ প্রাঙ্গণে। যদিও হাওড়া জেলার অন্যান্য এলাকায় এমন ছবি দেখা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৯:২৬
Share:

বুধবার মঠ প্রাঙ্গণে জল জমতে শুরু করায় তা দেখতে বাইরে বেরিয়ে আসেন মঠের সন্ন্যাসীরা। —নিজস্ব চিত্র।

ইয়াসের প্রভাবে দফায় দফায় বৃষ্টিতে গঙ্গার জল ঢুকল বেলুড় মঠ প্রাঙ্গণে। বুধবার গঙ্গার পাড় সংলগ্ন মঠের প্রাঙ্গণে এক সময় জলও জমে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা নামতে শুরু করে।

Advertisement

বুধবার মঠ প্রাঙ্গণে জল জমতে শুরু করায় তা দেখতে বাইরে বেরিয়ে আসেন মঠের সন্ন্যাসীরা। তবে জল জমলেও তাতে বিশেষ প্রভাব পড়েনি প্রাঙ্গণে। যদিও হাওড়া জেলার অন্যান্য এলাকায় এমন ছবি দেখা যায়নি। বরং ভোর থেকেই ছিল মেঘলা আকাশ। সঙ্গে দফায় দফায় বৃষ্টি। এর জেরে গঙ্গার জলস্তর বাড়তে থাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় গঙ্গার বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। জল উপচে ঢুকে পড়ে জেলার বহু গ্রামে। জলমগ্ন হয়ে পড়ে গ্রামগুলি। গঙ্গা লাগোয়া সাঁকরাইল থানার ভিতরে এবং বাইরে জল জমে যায়। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের অফিসঘর থেকে ডিউটি অফিসারের অফিস— সর্বত্র জমে যায় গঙ্গার জল।

বুধবার জল জমার খবর পেয়ে সাঁকরাইল এলাকা পরিদর্শনে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। পুলিশ জানিয়েছে, জেলার জলমগ্ন এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement