লাইনে দেহ

হাওড়া-বর্ধমান কর্ড শাখার ধনেখালি হল্ট এবং বেলমুড়ি স্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে বুধবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। তৃণমূলের সমাবেশ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০২:৫৪
Share:

হাওড়া-বর্ধমান কর্ড শাখার ধনেখালি হল্ট এবং বেলমুড়ি স্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে বুধবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হল। তৃণমূলের সমাবেশ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ। বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর গলায় ঝোলান ২১ জুলাইয়ের কার্ড দেখে অনুমান, তিনি কোচবিহার থেকে এসেছিলেন। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্ত হয়। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, হুগলি জেলা তৃণমূলের সভাপতি তপন দাশগুপ্ত হাসপাতালে এসে জানান, পরিচয় জানতে মৃতের ছবি হোয়াটস অ্যাপে কর্মীদের কাছে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement