গুলি কার

৪৮ ঘণ্টা পরেও কিনারা হল না মালদহের আরপিএফ কনস্টেবল সমরেশ সামন্তের মৃত্যু রহস্যের। গুলিতেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জেলা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলেও এখনও বিষয়টি স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ। কার গুলিতে মৃত্যু, চিহ্নিত করা যায়নি তাঁকেও।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:২৬
Share:

৪৮ ঘণ্টা পরেও কিনারা হল না মালদহের আরপিএফ কনস্টেবল সমরেশ সামন্তের মৃত্যু রহস্যের। গুলিতেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জেলা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলেও এখনও বিষয়টি স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ। কার গুলিতে মৃত্যু, চিহ্নিত করা যায়নি তাঁকেও। বুধবারও পূর্ব রেলের মালদহের ডিআরএম রাজেশ আরগাল বলেন, ‘‘কী ভাবে ওই জওয়ানের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ময়না তদন্ত হয়েছে। সেই রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’ একই সঙ্গেই তিনি জানান, ঘটনার দিন আরপিএফ ১৩ রাউন্ড গুলি চালিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement