Abhishek Banerjee

Rujira Banerjee: ভবানীপুরে ভোটের দিনেই অভিষেক-পত্নী রুজিরাকে ডেকে পাঠাল দিল্লির আদালত

কয়লা পাচার-কাণ্ডে গত ১ সেপ্টেম্বর রুজিরা ও ৬ সেপ্টেম্বর অভিষেককে দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় ইডি। অভিষেক হাজিরা দিলেও রুজিরা যাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১২:৫২
Share:

রুজিরাকে এ বার তলব দিল্লির আদালতের ফাইল চিত্র।

কয়লা পাচার-কাণ্ডে বার বার তলব করার পরেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই বিষয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। ইডি-র আবেদনের পরে রুজিরাকে তলব করেছে পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাচক্রে ৩০ সেপ্টেম্বরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেখানে তৃণমূলের প্রার্থী রুজিরার পিসি-শাশুড়ি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়লা পাচার-কাণ্ডে এর আগে গত ১ সেপ্টেম্বর রুজিরা ও ৬ সেপ্টেম্বর অভিষেককে দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় ইডি। অভিষেক হাজিরা দিলেও রুজিরা যাননি। তিনি ইডি়-কে চিঠি লিখে জানান, করোনা পরিস্থিতিতে দুই শিশু সম্তানকে নিয়ে দিল্লি যাওয়া নিরাপদ নয়। প্রয়োজন পড়লে কলকাতায় তাঁর বাড়িতে গিয়ে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও চিঠিতে লেখেন তিনি। অন্য দিকে দিল্লিতে অভিষেককে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখান থেকে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক।

Advertisement

৮ সেপ্টেম্বর ফের অভিষেককে তলব করে ইডি। কিন্তু তিনি যাননি। তার পরে আবার ১১ সেপ্টেম্বর তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থা। সেই সমনের উপর স্থগিতাদেশ চেয়ে শুক্রবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন অভিষেক ও রুজিরা। সেই আদেবনের শুনানির আগেই এ বার দিল্লির আরেকটি আদালত ডেকে পাঠাল রুজিরাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন