Local Train

লোকাল ট্রেনের দাবি

শিয়ালদহ ও হাওড়ার ডিআরএম-কে এই মর্মে লিখিত আবেদনও জানিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৩:২৬
Share:

ছবি সংগৃহীত।

বহু মানুষের রুটি-রুজির স্বার্থে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই অবিলম্বে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি জানাল পিডিএস। শিয়ালদহ ও হাওড়ার ডিআরএম-কে এই মর্মে লিখিত আবেদনও জানিয়েছে তারা। দলের রাজ্য কমিটির বৈঠকে আলোচনার পরে পিডিএস বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তির কাছে আবেদন জানিয়েছে, রাজ্যে যারা বিজেপি-বিরোধী বলে নিজেদের দাবি করে, তাদের ঐক্যবদ্ধ করতে প্রয়োজনীয় ভূমিকা পালন করা হোক। দলের রাজ্য সম্পাদক অনুরাধা পূততুণ্ড জানিয়েছেন, নটবর বাগদির প্রয়াণে পিডিএসের নতুন রাজ্য সভাপতি হয়েছেন সত্যেন রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement