Moloy Ghatak

শ্রমিকদের দাবি

অশোকবাবুদের বক্তব্য, লকডাউন চলাকালীন পরিবহণ, নির্মাণ কর্মী এবং অন্যান্য অসংগঠিত শ্রমিকদের বড় অংশ রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ০৪:৩৭
Share:

শ্রমমন্ত্রী মলয় ঘটক। ফাইল চিত্র।

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ যাতে অসংগঠিত শ্রমিকেরা ঠিকমতো পান, শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে সেই দাবি জানাল ইউটিইউসি। সামাজিক সুরক্ষার নানা প্রকল্প দীর্ঘ সময় কার্যকর না থাকার প্রতিবাদে বুধবার বিবাদী বাগে শ্রমিক সমাবেশ করে তারা। তার পরে সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষের নেতৃত্বে রাজ্য সম্পাদক দীপক সাহা-সহ একটি প্রতিনিধিদল শ্রমমন্ত্রীর কাছে গিয়ে ১৫ দফা দাবি পেশ করে। অশোকবাবুদের বক্তব্য, লকডাউন চলাকালীন পরিবহণ, নির্মাণ কর্মী এবং অন্যান্য অসংগঠিত শ্রমিকদের বড় অংশ রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাননি। নির্মাণ কর্মী সেস তহবিলের সংগৃহীত টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং শ্রমিকেরা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন বলে তাঁদের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন