KMC

Atin Ghosh: কলকাতার উন্নয়নে যোগ দিতে ডাক শিল্পপতিদের, আর্থিক সহায়তা চাইলেন ডেপুটি মেয়র অতীন

ডেপুটি মেয়রের দাবি, সিএসআর-এর অর্থ দিলে আয়করে বহুক্ষেত্রে ছাড় পাবেন শিল্পপতিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:২৫
Share:

ডেপুটি মেয়র অতীন ঘোষ সিএসআর ফাণ্ডে শিল্পপতিদের আর্থিক সাহায্য চাইলেন। প্রতীকী ছবি

কলকাতার উন্নয়নের এ বার সরাসরি শিল্পপতিদের এগিয়ে আসার প্রস্তাব দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। শনিবার টাউনহলে কলকাতার নতুন কাউন্সিলরদের ক্লাস নেওয়ার পর ডেপুটি মেয়র বলেন, ‘‘দেশের বিভিন্ন পুরসভায়‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ (সিএসআর)-তে অর্থ দেওয়ার সুযোগ রয়েছে। সেই সব ক্ষেত্রে শিল্পপতিরা এগিয়ে আসেন। তাঁরা আর্থিকভাবে সাহায্য করেন পুরসভাকে। কিন্তু আমাদের শহরে কলকাতা পুরসভার ক্ষেত্রে এমন কোনও সংস্থান নেই। আমরা শিল্পপতিদের কাছে আহ্বান করছি যে, সিএসআরে তাঁরা কলকাতা পুরসভাকে সাহায্য করুন।’’

Advertisement

নিজের যুক্তির স্বপক্ষে দেশের বেশ কয়েকটি পুরসভার সিএসআর বাবদ পাওয়া আর্থিক পরিমাণের কথা উল্লেখ করেছেন ডেপুটি মেয়র। তাঁর কথায়, ‘‘দিল্লি ও মুম্বইয়ের মতো পুরসভাগুলি সিএসআর ফান্ডে প্রচুর অর্থ পায়। সেই অর্থ দিয়ে তাঁরা শহরের উন্নয়ন করেন। তাই আমি কলকাতা শহরে বসবাসকারী শিল্পপতিদের সিএসআরে পুরসভাকে সাহায্য করার আবেদন জানাচ্ছি।’’

পাঁচ বছর আগে অতীন মুম্বই পুরসভার সিএসআর বাবদ পাওয়া অর্থের পরিমাণের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘পাঁচ বছর আগে মুম্বই পুরসভার সিএসআর তহবিল প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। তাতে দেখেছিলাম প্রায় ৫৬ কোটি পেয়েছিল তারা। এত পরিমাণ অর্থ পেলে আমরাও শহরে আরও বেশি কাজ করতে পারব।’’

Advertisement

ডেপুটি মেয়রের দাবি, শিল্পপতিরা সিএসআর-এ অর্থ দিলে আয়করে বহুক্ষেত্রে ছাড় পাবেন।সেই সুযোগ নিতে কলকাতা পুরসভাকে অর্থ দিতেই পারেন কলকাতার শিল্পপতিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন