State News

শান্তি বজায় রাখতে রাজ্যবাসীর কাছে আবেদন ডিজি-র

এ দিন ডিজি বলেন, “সমাজবিরোধীরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গুজব রটানো বা ফেসবুকে কিছু বিভ্রান্তিকর পোস্টও দিচ্ছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৯:৪২
Share:

শান্তি, সম্প্রীতি ও একতা রক্ষার জন্য অনুরোধ করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ। —নিজস্ব চিত্র।

স্পর্শকাতর জায়গায় উত্তেজনা প্রশমনে এ বার রাজ্যবাসীর কাছে আবেদন করল পুলিশ। বুধবার একটি ভিডিও বার্তায় রাজ্যে শান্তি, সম্প্রীতি ও একতা রক্ষার জন্য অনুরোধ করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ।

Advertisement

ফেসবুকে করা একটি আপত্তিকর ছবি পোস্টের পর থেকে ঝামেলা শুরু উত্তর ২৪ পরগনার বাদুরিয়ায়। সোমবার থেকেই বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়। ধীরে তা ছড়িয়ে পড়ে বারাসত, হাড়োয়া, দেগঙ্গা, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ-সহ জেলার অন্যান্য জায়গায়। তার জেরে পথ অবরোধ, ভাঙচুর, ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে থাকে। অশান্তির জেরে আহত হন অনেকে। হিংসার রেশ থামেনি মঙ্গলবারও। গত কাল রাতে ওই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বুধবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া যায়।

আরও পড়ুন

Advertisement

ফেসবুকে কুরুচিকর পোস্ট থেকেই তাণ্ডব শুরু

এ দিন ডিজি বলেন, “সমাজবিরোধীরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গুজব রটানো বা ফেসবুকে কিছু বিভ্রান্তিকর পোস্টও দিচ্ছে। এমনকী, রাতের অন্ধকারে ধর্মীয় স্থানে কিছু আপত্তিকর জিনিস ফেলে রাখছে। এই সব কারণে রাজ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।” ডিজি-র দাবি, এর ফলে কয়েকটি স্পর্শকাতর জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, ওই সব জায়গায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। প্রশাসনকে সব রকম ভাবে সাহায্য করতে রাজ্যবাসীর কাছে আবেদন করেন ডিজি।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন