কাঁচাগোল্লা এনো আমার জন্য, বীথিকে ফোনে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতায় এলে কাঁচাগোল্লা এনো আমার জন্য ফোনের ও পার থেকে এই অনুরোধ শুনে বীথির তো হাত থেকে প্রায় ফোন পড়ে যাওয়ার জোগাড়। কারণ, ফোনের ও প্রান্তে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০১:২৫
Share:

কলকাতায় এলে কাঁচাগোল্লা এনো আমার জন্য ফোনের ও পার থেকে এই অনুরোধ শুনে বীথির তো হাত থেকে প্রায় ফোন পড়ে যাওয়ার জোগাড়। কারণ, ফোনের ও প্রান্তে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisement

মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম এবং সার্বিক তালিকায় সম্ভাব্য হয়েছে বসিরহাট হরিমোহন দালাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী বীথি মণ্ডল। বৃহস্পতিবার রাতের মধ্যেই বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন মারফত মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে যায় তার বাড়িতে। এই মহকুমার সম্ভাব্য প্রথম দশের মধ্যে থাকা আট ছাত্রছাত্রীর বাড়িতেই পৌঁছেছে সেই বার্তা। রাতের দিকে সোনপুকুর ধারে বীথির বাড়িতে ঘুরে যান বসিরহাটের নবনির্বাচিত সাংসদ ইদ্রিস আলি। সঙ্গে ছিলেন বসিরহাট (উত্তর) বিধানসভার বিধায়ক এটিএম রনি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী প্রমুখ। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তাটি তাঁদের দেখিয়ে বীথি বলে, ‘‘একটি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রী আমার মোবাইলে ফোন করেন। ভাল ফল করার জন্য অভিনন্দন জানান। উনি বলেন, খুব শীঘ্রই অনুষ্ঠান করে মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সম্মর্ধনা দেওয়া হবে। আর সে দিন যেন আমি ওঁর জন্য বসিরহাটের বিখ্যাত কাঁচাগোল্লা সঙ্গে করে নিয়ে যাই!”

মুখ্যমন্ত্রীর এই ব্যবহারে উচ্ছ্বসিত গোটা পরিবার। বাড়ি ফিরে দেখেন কেবল ফোনে শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত দেননি মুখ্যমন্ত্রী। মহকুমাশাসকের হাত দিয়েও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাড়িতে পাঠিয়েছেন নিজের দলের সাংসদকেও।

Advertisement

বীথির বাবা চিকিৎসক জগবন্ধু মণ্ডল ও মা সুস্মিতাদেবী অতিথি-অভ্যাগতদের দিনভর মিষ্টি পরিবেশন করতেই ব্যস্ত ছিলেন। বীথির হাতে উপহার তুলে দিয়ে ইদ্রিস বলেন, ‘‘ছাত্রীদের মধ্যে প্রথম হয়ে ও বসিরহাটের মুখ উজ্জ্বল করেছে। বসিরহাটের আরও যে ছাত্রছাত্রীরা সম্ভাব্য প্রথম দশের তালিকায় মধ্যে আছে, তারা-সহ কুড়ি জনের মধ্যে থাকা টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ৫ জনও নজির সৃষ্টি করেছে। ওদের জন্য আমরা সকলে গর্বিত।’’ আজ, শনিবার বসিরহাট টাউনহলে তৃণমূলের পক্ষে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে বলেও দলের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন