নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
নির্বাচন বিধি ভাঙার অভিযোগে তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বসিরহাট থানার পুলিশ। দু’টি দলের বিরুদ্ধে মামলা রুজু করেছে তারা। একই সঙ্গে মহকুমাশাসক ও উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগের প্রতিলিপি ও ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে। পুলিশের দাবি, সোমবার নির্বাচন বিধি অমান্য করে বসিরহাটের গাছা গ্রামে ৫০ থেকে ৬০টি মোটরবাইক নিয়ে বাম প্রার্থীর সমর্থনে মিছিল করে সিপিএম। ওই দিন সন্ধ্যাতেই ঘোনা গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে ৪০ থেকে ৫০টি মোটরবাইক নিয়ে মিছিল করা হয়। দু’টি ক্ষেত্রেই পুলিশের তরফে মোটরবাইক মিছিলের ছবি তুলে আদালত থেকে শুরু করে কমিশনকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে কি না, তার উপর নজরদারি করা হচ্ছে। সরকারি দেওয়াল থেকে ফ্লেক্স বা পোস্টার তুলে দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই কাজ শুরু হয়েছ। দু’চার দিনের মধ্যেই সরকারি দফতর ও রেল স্টেশন থেকে দলীয় পতাকা ও অন্যন্য ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন খুলে ফেলা হবে।
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
ইদ্রিশ আলির উপস্থিতিতে বসিরহাটের সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ছ’জন নেতা ও শতাধিক কর্মী। মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রামে সভা হচ্ছিল তৃণমূলের। সেখানে এসে প্রশান্ত বাইন, গৌরপদ কামাল, তাপস গাইন, মধু বাইন, সুভাষ গাইন ও তপন গাইন নামে ছয় নেতা ইদ্রিশের হাত থেকে দলীয় পতাকা নেন। তাঁদের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শরিক হতেই এই সিদ্ধান্ত আমাদের।” তবে স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, “ওরা অনেক আগেই দল ছেড়েছেন।”
কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি
কাজ না থাকার যুক্তি দেখিয়ে মঙ্গলবার ডানকুনিতে মদ বোতলজাত করার একটি কারখানায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝোলালেন কর্তৃপক্ষ। ফলে সেখানকার স্থায়ী-অস্থায়ী প্রায় দু’শো শ্রমিক বিপাকে পড়লেন। অবিলম্বে কারখানা খোলার দাবিতে এ দিন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের ওই কারখানায় একটি বেসরকারি সংস্থার মদ বোতলজাত করা হত।
ভোটে ভ্যানো
ভোটের প্রচারে গাড়ি ব্যবহার করলে তার নম্বর দিয়ে আবেদন করতে হয় প্রশাসনের কাছে। কিন্তু যন্ত্রচালিত ভ্যানরিকশা বা ‘ভ্যানো’র তো নম্বর নেই। তাই ভোটে ভ্যানো ব্যবহার করতে চাইলে আগাম জমা দিতে হবে চালকের নাম। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনের আয়োজিত সর্বদল বৈঠকে বিষয়টি জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় প্রশ্ন তোলেন, “গ্রামে ৫০-৬০টি ভ্যানো নিয়ে মিছিলের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনী বিধি কী?” সব দলের প্রতিনিধিরাই বিষয়টি জানতে চান। তার উত্তরেই জেলাশাসক তাপস চৌধুরী চালকদের নাম জমা দিতে বলেছেন।
‘ধর্ষণ’, গ্রেফতার
আট বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে শৌভিক মল্লিক নামে এক যুবক ধরা পড়ল। সোমবার রাতে, বারাসতে। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে প্রতিবেশী শৌভিক চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী জানান, অভিযোগ পেয়ে পুলিশ শৌভিককে গ্রেফতার করে।