প্ল্যাটফর্মে গুলি করে খুন ফল ব্যবসায়ীকে

বাড়ি থেকে রেল স্টেশনে ডেকে নিয়ে গিয়ে এক ফল ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার অশোকনগর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাজু সরকার (২৫) নামে নিহত যুবকের স্ত্রী দোলনের অভিযোগের ভিত্তিতে বনগাঁ জিআরপি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ২৫ মে ২০১৪ ০১:০৩
Share:

বাড়ি থেকে রেল স্টেশনে ডেকে নিয়ে গিয়ে এক ফল ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে পূর্ব রেলের বনগাঁ-শিয়ালদহ শাখার অশোকনগর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাজু সরকার (২৫) নামে নিহত যুবকের স্ত্রী দোলনের অভিযোগের ভিত্তিতে বনগাঁ জিআরপি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নিহতের পরিবারের তরফে নির্দিষ্ট কারও নামে অভিযোগ করা হয়নি। ঘটনার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল আটটা কুড়ি মিনিট থেকে প্রায় আধ ঘণ্টা অশোকনগর স্টেশনে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা। তার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

অশোকনগর স্টেশনের ওই প্ল্যাটফর্মেই ফলের দোকান ছিল রাজুর। স্টেশন সংলগ্ন এলাকাতেই স্ত্রী, চার বছরের মেয়ে রিয়া ও মা সুনীতাদেবীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। সাধারণত রাত ১১টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসতেন রাজু। শুক্রবার সাড়ে দশটার মধ্যেই বাড়ি ফিরেছিলেন। তারপরে কয়েকজন এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু তারা কারা, তা খেয়াল করেননি দোলন ও সুনীতাদেবী। রাজুর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা নাগাদ প্ল্যাটফর্মে কয়েকজন দুষ্কৃতী রাজুকে তাড়া করে গুলি করে। তাঁকে লক্ষ্য করে কয়েকটি বোমাও ছোড়া হয়।

দোলনদেবী বলেন, ‘‘রাজু খুব চাপা স্বাভাবের ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল বলেও শুনিনি।’’ ওই প্ল্যাটফর্মেরই আর এক দোকানদার অশোক চক্রবর্তী বলেন, ‘‘শনিবার সকালে দোকান খুলতে এসে জানতে পারি, রাজুকে খুন করা হয়েছে। ওকে নিজের কাজ ছাড়া কখনও অন্য কোনও বিষয়ে জড়াতে দেখিনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন