কৈফিয়ৎ তলব দিলীপের রক্ষীদের

সকলেরই অভিযোগ, আসলে তৃণমূলই দিলীপবাবুদের উপর হামলা করিয়েছে। পাহাড় সফররত দিলীপবাবুর সঙ্গে কেন দেহরক্ষীরা ছিলেন না, সে প্রশ্নও ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০২:২৯
Share:

ফাইল চিত্র।

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুই দেহরক্ষী কেন পাহাড় সফরে তাঁর সঙ্গে যাননি, সে ব্যাপারে তাঁদের কৈফিয়ৎ তলব করল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। গত বৃহস্পতিবার দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকদের হাতে নিগৃহীত হন দিলীপবাবু এবং তাঁর দলীয় সহকর্মীরা। সেই ঘটনার বিরুদ্ধে সরব হয় সব রাজনৈতিক দলই। সকলেরই অভিযোগ, আসলে তৃণমূলই দিলীপবাবুদের উপর হামলা করিয়েছে। পাহাড় সফররত দিলীপবাবুর সঙ্গে কেন দেহরক্ষীরা ছিলেন না, সে প্রশ্নও ওঠে। এই প্রেক্ষিতে দিলীপবাবুর দুই দেহরক্ষীর কৈফিয়ৎ চেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। দিলীপবাবু বলেন, ‘‘আমি ওঁদের বারণ করেছিলাম। তাই ওঁরা আমার সঙ্গে পাহাড়ে যাননি।’’ কিন্তু কেন বারণ করেছিলেন? দিলীপবাবুর জবাব, ‘‘আমি চেয়েছিলাম, আমরা পাহাড়ের মানুষের পাশে আছি, এই বার্তা দিতে। দেহরক্ষী নিয়ে গেলে মনে হত, আমি ওখানে যেতে ভয় পাচ্ছি। সেই বার্তা দিতে চাইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement