Dilip Ghosh

মুকুলকে কাজে লাগবে: দিলীপ

বিজেপিতে ‘যথাযথ গুরুত্ব’ না পেয়ে মুকুলবাবু ফের তাঁর পুরনো দল তৃণমূলে যোগাযোগ করছেন বলে কিছু মহলের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০১:৫৭
Share:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি: পিটিআই।

মুকুল রায়কে নিয়ে জল্পনার মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করলেন, প্রাক্তন সাংসদের অভিজ্ঞতা তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চান। বিজেপিতে ‘যথাযথ গুরুত্ব’ না পেয়ে মুকুলবাবু ফের তাঁর পুরনো দল তৃণমূলে যোগাযোগ করছেন বলে কিছু মহলের দাবি। এই প্রেক্ষিতেই রবিবার মুর্শিদাবাদের লালবাগে দলের একটি কর্মিসভার পরে দিলীপবাবু বলেছেন, ‘‘মুকুল আমাদের দলেই ছিলেন, দলেই আছেন। আগামী নির্বাচনে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাবে দল।’’ প্রসঙ্গত, বিজেপির অন্দরে দিলীপ-মুকুল ‘সুসম্পর্কে’র কথা অবশ্য সুবিদিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement