দিলীপের হুমকি ঠেকাতে

তৃণমূলের সাংসদদের দিল্লিতে আটকে রেখে খেতে না দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই ধরনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দেবেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০৩:১০
Share:

তৃণমূলের সাংসদদের দিল্লিতে আটকে রেখে খেতে না দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই ধরনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দেবেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর থেকে দেশে ফিরলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়েরও দ্বারস্থ হবেন তিনি। সুদীপবাবু মঙ্গলবার বলেন, ‘‘কেন্দ্রের শাসক দলের এক জন রাজ্য প্রধান যে ভাষায় কথা বলছেন, তার প্রতিফলন দিল্লিতে ঘটলে যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে!’’ সংখ্যার নিরিখে বিজেপি এবং বিরোধী দলগুলির কাছে তৃণমূলের গুরুত্বের কথা মনে করিয়ে দিতে সুদীপবাবুর কটাক্ষ, ‘‘দিলীপবাবু এমন কিছু যেন না বলেন, যাতে উত্তেজনা বাড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন