Bangaon local derailed

দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, দুর্ভোগ যাত্রীদের

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটেছে বেলা ১২টা নাগাদ। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৩:২৪
Share:

চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল। —নিজস্ব চিত্র।

ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত শিয়ালদহ লাইনে। দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হল ডাউন বনগাঁ লোকাল। দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

Advertisement

রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটেছে বেলা ১২টা নাগাদ। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে দমদম ক‍্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ‍্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল‍্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে। ফলে পরিষেবা কার্যত ব্যাহতই হয়েছে ডাউন লাইনে।

Advertisement

বাতিল হয়েছে ডাউন বনগাঁ-ক্যানিং লোকাল। এর প্রভাব পড়েছে আপ লাইনেও। আপ ক্যানিং-বারাসত বাতিল করা হয়েছে। আপ এবং ডাউন দুই লাইনে দেরিতে চলছে ট্রেন। আপ মাঝেরহাট-বারাসত লোকাল পার্ক সার্কাস হয়ে বারাসত পৌঁছোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement