Birbhum

বীরভূমে নদীতে পড়তে পড়তে বেঁচে গেল বাস

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টা ২০ নাগাদ। কাঁকরতলা থানা এলাকার হজরতপুর গ্রামে ঢোকার আগেই হিংলো নদীর সেতুতে। সিউড়ি থেকে খয়রাশোলের বিনুইঘাট রুটের একটি বাস হিংলো সেতুতে উঠে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনায় জখম হন ১৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৯:০৯
Share:

সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। নিজস্ব চিত্র।

তিন ঘণ্টার ব্যবধানে পর পর দু`টি বাস দুর্ঘটনার কবলে পড়ে জখম হলেন কমপক্ষে ৩০ জন বাস যাত্রী। বুধবার দু`টি দুর্ঘটনাই ঘটেছে কাঁকরতলা থানা এলাকায়।

Advertisement

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টা ২০ নাগাদ। কাঁকরতলা থানা এলাকার হজরতপুর গ্রামে ঢোকার আগেই হিংলো নদীর সেতুতে। সিউড়ি থেকে খয়রাশোলের বিনুইঘাট রুটের একটি বাস হিংলো সেতুতে উঠে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনায় জখম হন ১৮ জন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, বেলা ৩টে নাগাদ কাঁকরতলা থানা এলাকার ভবানীগঞ্জ এলং শিরা গ্রামের মাঝামাঝি, হজরতপুর-বড়কোলা রাস্তায়।। বোলপুর-বড়কোলা রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারলে জখম হল ১১ জন বাস যাত্রী।

Advertisement

আরও পড়ুন:

গুজরাতে রহস্যমৃত্যু বাঙালি শ্রমিকের

বিয়ের আসর থেকে উদ্ধার নাবালিকা কনে

দেখুন ভিডিও:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থেকে খয়রাশোলের বিনুইঘাট রুটের বাসটি হিংলো নদীর সেতুতে ওঠার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে, রেলিং ভেঙে সেতু থেকে নদীতে ছিটকে পড়ে বাসটি। আহত এক বাস যাত্রীর কথায়, ‘‘দুর্ঘটনার কিছু আগেই বাসটি কেমন বেসামাল হয়ে পড়েছিল। সেতুতে ওঠার পরই হুড়মুড়িয়ে রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ে।’’ কোনও কারণে স্টিয়ারিং বিকল হয়ে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পুলিশ। প্রথম দুর্ঘটনার প্রায় ঘণ্টা তিনেকের মধ্যেই দ্বিতীয় বাস দুর্ঘটনাটি ঘটে। ওই বাসের এক যাত্রীর জানিয়েছেন, একটি বাঁক পেরোতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে গিয়ে ধাক্কা মারে।

দু’টি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খয়রাশোলের ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একটি শিশু-সহ মোট পাঁচজনকে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement