State news

চলন্ত কাটোয়া লোকাল থেকে পড়ে গেলেন চালক

চালকের নাম ইলাবন্ত হালদার। তিনি ব্যান্ডেলের বাসিন্দা। ব্যান্ডেল থেকেই তিনি ওই ট্রেনে ওঠেন। কেবিনের দরজা তিনি খুলে রেখেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৪:৪৩
Share:

ফাইল চিত্র।

গার্ডের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ কাটোয়া লোকাল। জরুরি ব্রেক কষে চালকহীন ট্রেন থামালেন গার্ড। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কাটোয়ায়। রেল সূত্রের খবর, হাওড়া থেকে সকাল ৮টায় ট্রেনটি ছে়ড়েছিল। দাঁইহাট স্টেশন ছেড়ে কাটোয়া ঢুকছিল ট্রেনটি। তখনই ট্রেনের গার্ড দেখতে পান লাইনের পাশে ঝোপের মধ্যে পড়ে গিয়েছেন চালক। জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তিনি। ট্রেন থেকে নেমে যাত্রীদের সাহায্যে চালককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, চালক মাথায় গুরুতর চোট পেয়েছেন।

Advertisement

আরও পড়ুন: বিজয়ায় মুকুলের শুভেচ্ছা দিলীপদের

রেল সূত্রের খবর, চালকের নাম ইলাবন্ত হালদার। তিনি ব্যান্ডেলের বাসিন্দা। ব্যান্ডেল থেকেই তিনি ওই ট্রেনে ওঠেন। কেবিনের দরজা তিনি খুলে রেখেছিলেন। আচমকা অসুস্থ বোধ করতে শুরু করলে খোলা দরজা দিয়েই কোনও ভাবে পড়ে যান তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছিল সে বিষয়ে এখনও নিশ্চিত নন রেলকর্তারা। চিকিৎসকের অনুমান, মাথা ঘুরে পড়ে গিয়েছেন তিনি। ঠিক সময়ে গার্ড জরুরি ব্রেক না কষলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন রেলকর্তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন