State news

মদ্যপ অবস্থায় স্কুলের সামনে পড়ে রয়েছেন প্রধান শিক্ষক!

স্কুল চলছে রমরমিয়ে। ঘরে ঘরে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। তবে, প্রধান শিক্ষক স্কুলে নেই। তিনি তখন নেশাগ্রস্থ অবস্থায় অর্ধচৈতন্য হয়ে পড়ে রয়েছেন স্কুলের সামনের রাস্তায়। যা দেখে ঘটনাস্থলে পৌঁছল সংবাদ মাধ্যম। পৌঁছলেন পড়ুয়াদের অভিভাবকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৯:৫৮
Share:

মাটিতে পড়ে রয়েছেন প্রধান শিক্ষক।

স্কুল চলছে রমরমিয়ে। ঘরে ঘরে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। তবে, প্রধান শিক্ষক স্কুলে নেই। তিনি তখন নেশাগ্রস্থ অবস্থায় অর্ধচৈতন্য হয়ে পড়ে রয়েছেন স্কুলের সামনের রাস্তায়। যা দেখে ঘটনাস্থলে পৌঁছল সংবাদ মাধ্যম। পৌঁছলেন পড়ুয়াদের অভিভাবকেরা। এমনকী, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

Advertisement

সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের বেলদার পোক্তপুল প্রাথমিক বিদ্যালয়ের সামনে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম যুগলকিশোর দলুই। তিনি ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) আমিনুল আহসান জানিয়েছেন, অভিযোগ সত্যি প্রমাণ হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীর অভিযোগ, তখন ক্লাস চলছিল। বাইরে হইচই আর জটলা দেখে কয়েক জন শিক্ষক বেরিয়ে আসেন। জটলা সরিয়ে এগোতেই তাজ্জব হয়ে যান তাঁরা। স্কুলের বাইরে মাটিতে উল্টে পড়ে রয়েছেন তাঁদেরই প্রধান শিক্ষক যুগলকিশোর। তিনি এতটাই নেশাগ্রস্ত যে উঠে দাঁড়াতে তো পারছেনই না, উপরন্তু সেখানে শুয়ে বেসামাল কথাবার্তাও বলে যাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন: নারদ প্রসঙ্গ উঠতেই মাইক বন্ধ করে দিলেন মালা, পুরসভায় ধুন্ধুমার

স্কুলের এক শিক্ষক জানান, ২০০৩ সালে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান তিনি। আর দেড় বছরের মতো তাঁর চাকরি রয়েছে। বেশির ভাগ দিনই তিনি স্কুলে আসেন না। আর এলে মদ্যপ অবস্থাতেই আসেন। প্রধান শিক্ষক হিসাবে স্কুলের প্রায় কোনও দায়িত্বই নেন না।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ওই স্কুলের বাকি শিক্ষকেরা এবং পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের প্রধান শিক্ষক যদি এ রকম হয় তাহলে পড়ুয়াদের মধ্যে কী বার্তা যাবে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement