যন্ত্র-বিভ্রাট, ভাঙচুরে ভন্ডুল রেলের পরীক্ষা

রেল সূত্রের খবর, ২১ জানুয়ারি থেকে প্রতিদিন তিনটি শিফটে গ্রুপ সি-র অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে নিয়োগের পরীক্ষা চলছে। গত দু’দিনের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে মিটলেও এ দিন দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন অনলাইন পরীক্ষা কেন্দ্রের কম্পিউটার টার্মিনালগুলিতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান সংযোগে সমস্যা দেখা দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:৩২
Share:

—প্রতীকী ছবি।

দু’দিনের পরীক্ষা চুকে যাওয়ার পরে তৃতীয় দিনে হঠাৎ বেঁকে বসেছিল বৈদ্যুতিন যন্ত্র। আর সেই যান্ত্রিক গোলযোগের দরুন দেরির অভিযোগ তুলে ব্য়াপক ভাঙচুর চালানো হল রেলের চাকরির অনলাইন পরীক্ষা কেন্দ্রে। বুধবার বিকেলে সল্টলেকের সেক্টর ফাইভের ওই কেন্দ্রে ভাঙচুরের জেরে তৃতীয় শিফটের অন্তত ৩৭০০ চাকরিপ্রার্থীর পরীক্ষা ভন্ডুল হয়ে যায়। পরে ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রেল নিয়োগ পর্ষদ।

Advertisement

রেল সূত্রের খবর, ২১ জানুয়ারি থেকে প্রতিদিন তিনটি শিফটে গ্রুপ সি-র অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে নিয়োগের পরীক্ষা চলছে। গত দু’দিনের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে মিটলেও এ দিন দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন অনলাইন পরীক্ষা কেন্দ্রের কম্পিউটার টার্মিনালগুলিতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান সংযোগে সমস্যা দেখা দেয়। এর ফলে দ্বিতীয় শিফটে ৪৫০ জন প্রার্থীর পরীক্ষা শেষ হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।

নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না-হওয়ায় তত ক্ষণে ধৈর্য হারিয়ে ফেলেছেন পরবর্তী অর্থাৎ তৃতীয় শিফটের প্রার্থীদের একাংশ। পরীক্ষার জন্য টার্মিনাল পেতে দেরির অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। দাবি জানাতে থাকেন, ওই শিফটের পরীক্ষা বাতিল করতে হবে। তৃতীয় শিফটে অন্য যাঁরা তত ক্ষণে পরীক্ষায় বসে গিয়েছিলেন, কিছু পরে তাঁদেরও বিক্ষোভে শামিল করেন ক্ষুব্ধ প্রার্থীরা। পরীক্ষা কেন্দ্রে চরম বিশৃঙ্খলার

Advertisement

সৃষ্টি হয়। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কিছু কম্পিউটার ভাঙচুর এবং এক পরিদর্শককে মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ এসে পরীক্ষার্থীর বিপুল সংখ্যা দেখে ফিরে যায়। পরে বিধাননগর থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ পুলিশের।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস জানান, ওই কেন্দ্রের এ দিনের তৃতীয় শিফটের প্রার্থীদের পরীক্ষা পরে নেওয়া হবে। এসএমএস, ই-মেল মারফত পরীক্ষার পরিবর্তিত দিন জানানো হবে ওই প্রার্থীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন