State news

অসুস্থ দ্বিজেন মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

চিকিত্সকরা জানিয়েছেন, দ্বিজেনবাবুর বুকে সংক্রমণ রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই চিকিত্সা শুরু হয়ে যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিত্সায় ভাল সাড়া দিচ্ছেন শিল্পী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫০
Share:

দ্বিজেন মুখোপাধ্যায়।

অসুস্থ সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। বুকে সংক্রমণের কারণে শনিবার দুপুরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

চিকিত্সকরা জানিয়েছেন, দ্বিজেনবাবুর বুকে সংক্রমণ রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই চিকিত্সা শুরু হয়ে যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিত্সায় ভাল সাড়া দিচ্ছেন শিল্পী। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দ্বিজেনবাবুর পরিবার সূত্রেও একই কথা জানানো হয়েছে।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন ধরেই অসুস্থ দ্বিজেনবাবু। এ দিনও অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। শুধু বাংলা গানই নয়, হিন্দি গানও গেয়েছেন দ্বিজেনবাবু। ২০১০-এ পদ্মভূষণ পান কিংবদন্তি এই শিল্পী। ২০১১-য় বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় তাঁকে।

Advertisement

আরও পড়ুন: পুজোর আনন্দ এ ভাবেই ভাগ করে নিচ্ছে ‘ঊষর’

আরও পড়ুন: স্কুলশিক্ষকদের সঙ্গে কথা সচিবের

(পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement