— প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় সরকারের ‘স্কিল ইন্ডিয়া’ প্রচারের অন্তর্গত ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ (পিএমকেভিওয়াই) বাস্তবায়নের ক্ষেত্রে সম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্টে বেশ কিছু ফাঁকফোকর ধরা পড়েছে। একে সামনে রেখে ও যুব সমাজের স্বার্থে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভের ডাক দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সংগঠনের সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, সভাপতি এ এ রহিমেরা বলেছেন, ‘এই বিপুল কেলেঙ্কারি বিজেপি সরকারের পুঁজিপতি-নির্ভর শাসনতন্ত্রের পরিণতি। যুব-সমাজের স্বপ্নকে চুরমার করে ভুয়ো ছবি, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের রমরমা হয়েছে।’ ‘দক্ষতার নামে আর লুট নয়!’, ‘আমরা চাকরি, জবাবদিহি এবং মর্যাদা চাই’, এমন নানা স্লোগানও তুলেছে ডিওয়াইএফআই। প্রসঙ্গত, তরুণ প্রজন্মের কর্মসংস্থানের লক্ষ্যে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করতে ২০১৫-য় প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র। সম্প্রতি লোকসভায় ক্যাগের রিপোর্টটি পেশ হওয়ার পরে দেখা যায় ‘স্কিল ইন্ডিয়া’ পোর্টালে নথিভুক্ত সুবিধা-প্রাপকের কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ‘১১১১১১১১১১১’, কারও আবার ‘১২৩৪৫৬৭৮৯’। ডিওয়াইএফআই-এর বক্তব্য, ‘এই সব তথ্য সরকারি তহবিল পরিকল্পিত ভাবে অন্য খাতে সরানোর ইঙ্গিত দেয়।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে