ED Raids

পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের প্রায় ১৬টি জায়গায় কয়লা ব্যবসায়ীদের ডেরায় হানা ইডির! সকাল থেকে চলছে তল্লাশি

শুক্রবার সকাল থেকে তল্লাশি চলছে ঝাড়খণ্ডের ধানবাদ, এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া, এমনকি কলকাতার কয়েকটি জায়গাতেও। ইডি সূত্রে খবর, দুই রাজ্য মিলিয়ে প্রায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০৮:৪৫
Share:

চলছে তল্লাশি অভিযান। বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শুক্রবার সকালে আসানসোলে। —নিজস্ব চিত্র।

কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানে নামল ইডি। শুক্রবার সকাল থেকে তল্লাশি চলছে ঝাড়খণ্ডের ধানবাদ, এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া, এমনকি কলকাতার কয়েকটি জায়গাতেও। ইডি সূত্রে খবর, দুই রাজ্য মিলিয়ে প্রায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Advertisement

তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে। তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার। কয়লা রফতানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগ ওঠার পরেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসনেও শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। তবে ওই ঠিকানায় কারা থাকেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ দরপত্র বা টেন্ডার নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বার লালবাবুর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Advertisement

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা ব্যবসায়ী অনিল গোয়েলের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। আসানসোলের কুলটিতে পশ্চিমবাংলা এবং ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন কয়লার সিন্ডিকেটের কার্যালয়ে ইডির অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

হাওড়ার বাঁকড়া সলপ মোড়ে কাছে পারভেজ আলম সিদ্দিকী নামে এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। প্রায় ১০ ঘণ্টা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পর ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বার হন ইডি আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement