Municipality Recruitment Scam Case

মন্ত্রী সুজিতের স্ত্রী-পুত্র-কন্যাকে তলব, চাওয়া হয়েছে ঋণের নথি! পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি

মাসখানেক আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই তালিকায় ছিল মন্ত্রী সুজিতের অফিস এবং পুত্রের ধাবাও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:২৪
Share:

রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে এ বার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, কন্যা এবং পুত্র। সূত্রের খবর, এই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের ব্যাঙ্কের নথি, ঋণ সংক্রান্ত নথি নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে নোটিসে।

Advertisement

মাসখানেক আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে যান তাঁরা। সেই ভবনেই ছিল সুজিতের দফতর। এ ছাড়াও, দমকলমন্ত্রীর একটি রেস্তরাঁতেও গিয়েছে ইডি। গোলাহাটায় তাঁদের একটি ধাবায় চলছে তল্লাশি। জানা যায়, ধাবাটি মন্ত্রী-পুত্রের।

এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। ১৪ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা।

Advertisement

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ব্যবসায়ী অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। তদন্তে নেমে একে একে আরও অনেককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে এই মামলায় অবৈধ ভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement