ইডি-র হাতে সারদার স্কুল

সারদার মালিকানাধীন লিঙ্কন’স স্কুলকে নিজেদের হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে মাটিগাড়ায় সারদা কর্তা সুদীপ্ত সেনের ফ্ল্যাটটিও তারা হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে চার সদস্যের একটি দল শিলিগুড়ির কড়াইবাড়িতে স্কুলটিতে যান। প্রায় ঘণ্টাখানেক তাঁরা স্কুলে ছিলেন। অধ্যক্ষার সঙ্গে কথাও বলেন। তবে ইডি স্কুলটিকে নিজের হেফাজতে নিলেও এখানে পঠনপাঠনে সমস্যা হবে না বলে তাঁরা আশ্বাস দিয়েছেন। স্কুলটি এখন চালায় জেলাশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি। তাতে এ বার ইডি-র একজন সদস্যও থাকবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:১৫
Share:

সারদার মালিকানাধীন লিঙ্কন’স স্কুলকে নিজেদের হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সঙ্গে মাটিগাড়ায় সারদা কর্তা সুদীপ্ত সেনের ফ্ল্যাটটিও তারা হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে চার সদস্যের একটি দল শিলিগুড়ির কড়াইবাড়িতে স্কুলটিতে যান। প্রায় ঘণ্টাখানেক তাঁরা স্কুলে ছিলেন। অধ্যক্ষার সঙ্গে কথাও বলেন। তবে ইডি স্কুলটিকে নিজের হেফাজতে নিলেও এখানে পঠনপাঠনে সমস্যা হবে না বলে তাঁরা আশ্বাস দিয়েছেন। স্কুলটি এখন চালায় জেলাশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি। তাতে এ বার ইডি-র একজন সদস্যও থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement