কলম নিয়ে জেলে জেরা সুদীপ্তকে

তদন্তে নেমে কলম পত্রিকার হস্তান্তর-সহ গোটা প্রক্রিয়ায় দুর্নীতির তথ্য পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সিবিআই-ও মনে করছে, ওই পত্রিকা কেনাবেচা ও পরিচালনা করতে গিয়ে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২০
Share:

তদন্তে নেমে কলম পত্রিকার হস্তান্তর-সহ গোটা প্রক্রিয়ায় দুর্নীতির তথ্য পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সিবিআই-ও মনে করছে, ওই পত্রিকা কেনাবেচা ও পরিচালনা করতে গিয়ে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির নেপথ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার ব্যাপারেও প্রাথমিক ভাবে অনেক তথ্যপ্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। সেই তথ্য খতিয়ে দেখার জন্য সোমবার তাঁরা ফের আলিপুর জেলে গিয়ে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে দু’ঘণ্টা ধরে জেরা করেন। ইডি-র কাছ থেকে তথ্য নিয়েই আরও বিস্তারিত ভাবে তদন্ত শুরু করেছে সিবিআই। গত শুক্রবার কলম পত্রিকার সঙ্গে যুক্ত তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে জেরা করে এ ব্যাপারে অনেক নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে জানান তদন্তকারীরা। এ দিন তাঁরা জানান, সুদীপ্তকে জেরা করে এ ব্যাপারে আরও অনেক তথ্য পাওয়া গিয়েছে। সিবিআইয়ের দাবি, রাজ্যের বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তির চাপেই যে তিনি কলম পত্রিকা কিনতে বাধ্য হয়েছিলেন, জেরার মুখে তা-ও জানিয়েছেন সুদীপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন