WB SSC

শিক্ষকদের মিউচ্যুয়াল ট্রান্সফারের নিয়ম শিথিল করল শিক্ষা দফতর, দ্রুত কমবে আবেদনের ‘পাহাড়’

জানা গিয়েছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে সমস্যার সমাধান করতেই নয়া নিয়ম। সংশ্লিষ্ট দফতর মনে করছে, নয়া নিয়মে কাজ অনেকটাই সহজ ও দ্রুত হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০১:৩৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিক্ষকদের পারস্পরিক বদলি বা মিউচ্যুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়ম শিথিল করল শিক্ষা দফতর। নয়া নিয়মে শিক্ষা দফতরের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদকে।

Advertisement

২০২২ সাল থেকে মিউচ্যুয়াল ট্রান্সফার বন্ধ রাখা হয়েছিল। তার পর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে পুনরায় তা চালু হলেও তা নিয়ে বিভিন্ন ধরণের অভিযোগ জমা পড়ছিল দীর্ঘ দিন ধরে। বদলি প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়িত করতে শিক্ষা দফতরের উপযুক্ত পদক্ষেপের আবেদনও জানানো হচ্ছিল দীর্ঘ দিন ধরে। জানা গিয়েছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে সমস্যার সমাধান করতেই নয়া নিয়ম। সংশ্লিষ্ট দফতর মনে করছে, নয়া নিয়মে কাজ অনেকটাই সহজ ও দ্রুত হবে।

শিক্ষা দফতর সূত্রে খবর, কোনও শিক্ষক বা শিক্ষিকা জেলা পরিবর্তনের জন্য অপর শিক্ষক বা শিক্ষিকার কাছে সম্মতি চাওয়ার পরেও অন্য প্রান্ত থেকে হ্যাঁ বা না উত্তর এলে এত দিন ফের আবেদন করা যেত না। তবে সে ক্ষেত্রে এবার বিশেষ ছাড় মিলবে। জানা গিয়েছে, কেউ পারস্পরিক বদলির জন্য আবেদন করলেও অন্য দিক থেকে অপর কাউকে পাওয়া না গেলে আগে দীর্ঘদিন আবেদনকারীর জন্য পোর্টাল ‘লক’ থাকত। তবে এবারে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। সেই ‘লক’ খুলে দেবেন প্রাথমিক বা মধ্য শিক্ষা পর্ষদের ডিআই’রাই। আবার, অনেক সময় দেখা যেত কোনও শিক্ষক বা শিক্ষিকা পারস্পরিক বদলির জন্য অপর শিক্ষক বা শিক্ষিকাকে পেলেও তিনি ‘উৎসশ্রী’ পোর্টালে উত্তর দিতেন না। সেই পরিস্থিতিতেও প্রোফাইল আগের মত দীর্ঘ সময় ‘লক’ থাকবে না। কোনও কারণে জেলা পরিদর্শক তা না করলে পর্ষদের পক্ষ থেকেই ‘আনলক’ করে দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে মিউচ্যুয়াল ট্রান্সফারের আবেদন জানিয়েছিলেন অনেক শিক্ষক-শিক্ষিকা। ফলে জমা ছিল বিপুল আবেদন। সেই ‘পাহাড়’ দ্রুত কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এত দিন ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে আবেদন করলে কনফার্মেশন লেটার বাধ্যতামূলক ছিল না। এবার তা বাধ্যতামূলক হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে আরও জানা গিয়েছে, কোনও আবেদনকারী আগে সাধারণ বদলির (পারস্পরিক বদলি নয়) জন্য আবেদন করার পরে দীর্ঘ সময় তা আটকে থাকলে তিনি পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আগের করা সাধারণ বদলির আবেদন বাতিল হয়ে যাবে।

এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষা দফতরে অনেক বার আবেদন জানানো হয়েছিল। শেষ পর্যন্ত তার অনেকটা সমাধান হল। পারস্পরিক বদলির প্রক্রিয়া যাতে বাস্তবে দ্রুত কার্যকরী হয় তার জন্য শিক্ষা দফতর উপযুক্ত উদ্যোগ গ্রহণ করুক। এই প্রক্রিয়া চালু করার কথা ঘোষণা হলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি।’’ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘আমরা একাধিকবার শিক্ষামন্ত্রী, দফতর ও কমিশনারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। আবেদন ছিল মিউচ্যুয়াল ট্রান্সফাররের নিয়মে কিছু পরিবর্তন আনার। তার অধিকাংশই মেনে নিয়েছে শিক্ষা দফতর’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement