ভর্তির সুযোগ পাবেন সবাই, আশ্বাস মন্ত্রীর

স্নাতকে ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যা অন্তরায় হবে না বলে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা যাতে স্নাতক স্তরে ভর্তি হতে পারেন, সে দিকে তিনি নজর রাখছেন বলেও শিক্ষামন্ত্রীর দাবি। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক শিক্ষামেলায় পার্থবাবু বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকে প্রচুর ছাত্রছাত্রী পাশ করায় অনেকে চিন্তা করছেন, কোথায় ভর্তি হবেন! কিন্তু চিন্তার কারণ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০৩:০৭
Share:

স্নাতকে ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যা অন্তরায় হবে না বলে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা যাতে স্নাতক স্তরে ভর্তি হতে পারেন, সে দিকে তিনি নজর রাখছেন বলেও শিক্ষামন্ত্রীর দাবি।

Advertisement

শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক শিক্ষামেলায় পার্থবাবু বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকে প্রচুর ছাত্রছাত্রী পাশ করায় অনেকে চিন্তা করছেন, কোথায় ভর্তি হবেন! কিন্তু চিন্তার কারণ নেই। আমরা আসার পরে রাজ্যে ১৩টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজের সংখ্যাও বেড়েছে। আসন সংখ্যা যথেষ্ট।’’ মন্ত্রীর আশ্বাসবাণীর পরেও কিন্তু স্নাতকে ভর্তির সুযোগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার উপরে নবগঠিত কলেজ-বিশ্ববিদ্যালগুলির বেশির ভাগেরই পরিকাঠামো আশানুরূপ নয়।

এ বারের উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন ৫,৪৫,৮৪৪। যাঁদের মধ্যে ২,৩৫,২৬০ জন ৬০ শতাংশ ছাপিয়ে নম্বর পেয়েছেন। ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, ডাক্তারি ইত্যাদি মিলিয়ে রাজ্যের উচ্চশিক্ষায় আসন সংখ্যা টেনেটুনে আড়াই-তিন লক্ষের বেশি হবে না বলেই সরকারি সূত্রের খবর।

Advertisement

ভর্তি নিশ্চিত করতে যথেষ্ট ভাল নম্বর পয়েও ছেলেমেয়েরা অনেকগুলি কলেজে ফর্ম তুলে রাখছেন। যেমন, বিজ্ঞান বিষয়ে এ বার ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন এক ছাত্রী। তার পরেও ভাল-মাঝারি মিলিয়ে ১০টি কলেজে ফর্ম তুলছেন তিনি। ওই ছাত্রী শনিবার বলেন, ‘‘ভূরি ভূরি নম্বরের বাজারে গুটিকতক কলেজে ফর্ম তুলে হাত গুটিয়ে বসে থাকা যায়? তা-ও ভাল যে এ বার অধিকাংশ কলেজেই অনলাইনে ফর্ম মিলছে!’’ ভাল নম্বর পাওয়া ছেলেমেয়েদেরই যদি এই অবস্থা হয়, তা হলে বাকিরা কী করবেন? মন্ত্রীর জবাব, ‘‘আগে যারা ভর্তি হবে, তারা ভর্তি হোক। সবাই ভর্তির সুযোগ পাবে। কারও অসুবিধা হবে না, এ দিকে আমার নজর আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement