Mamata Banerjee

মমতাকে চিঠি কমিশনের! রাজি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে, দু’বার চিঠি লিখে উত্তর পেলেন বাংলার মুখ্যমন্ত্রী

দিন কয়েকের মধ্যে পর পর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মমতা। তিনি শেষ চিঠি পাঠিয়েছিলেন সোমবার। ঠিক তার এক দিন পরেই মমতাকে চিঠি দিয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা জানাল কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১২:৫০
Share:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। বাংলার মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। কেন এই চিঠি, তা ব্যাখ্যাও করেছে কমিশন। তারা জানিয়েছে, কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিল তৃণমূল। তাই কবে তাদের সঙ্গে দেখা করবে, তা জানিয়েই তৃণমূলনেত্রীকে চিঠি দিল কমিশন।

Advertisement

দিন কয়েকের মধ্যে পর পর দু’বার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মমতা। তিনি শেষ চিঠি পাঠিয়েছিলেন সোমবার। ঠিক তার এক দিন পরেই মমতাকে চিঠি দিয়ে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার কথা জানাল কমিশন। বলা হয়েছে, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই কমিশনের এই চিঠি।

চিঠিতে জানানো হয়েছে, কমিশন সব সময় সব রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে প্রস্তুত। সেই কারণে তৃণমূলের অনুরোধের ভিত্তিতে তাদের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবে কমিশন। পাঁচ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের সদর দফতরে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর ১১টার সময় তৃণমূলের সঙ্গে বৈঠক করতে রাজি কমিশন। শুধু তা-ই নয়, প্রতিনিধিদলে কে কে থাকবেন, তাঁদের নাম জানাতেও বলা হয়েছে তৃণমূলকে। চিঠি দেওয়া হয়েছে মমতার কালীঘাটের বাড়ির ঠিকানায়।

Advertisement

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বার বার অসন্তোষপ্রকাশ করেছেন মমতা। গত সপ্তাহে জ্ঞানেশকে লেখা চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের তিন জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুর খবর মিলেছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবরে প্রকাশ। অভিযোগ, এসআইআরের কাজের চাপেই এ হেন ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী চিঠিতে বিএলও-দের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন।

সোমবারের লেখা চিঠিতে কমিশনের দুই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, কমিশন কি কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে চেষ্টা করছে? কেন তিনি এই প্রশ্ন তুলছেন, তার ব্যাখ্যাও চিঠিতে লেখেন মমতা। তিনি জানান, টেন্ডার ডেকে এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর এবং ৫০ জন সফ্‌টঅয়্যার ডেভেলপার নিয়োগের জন্য রাজ্যকে প্রস্তাব দিয়েছে সিইও দফতর। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, জেলাস্তরের অফিসগুলিতে এই কাজ করার জন্য আগে থেকেই কর্মী নিযুক্ত রয়েছেন। সে ক্ষেত্রে বাইরে থেকে গোটা বছরের জন্য লোক নিয়োগ করার কী এমন প্রয়োজন পড়ল সিইও দফতরের? এ ছাড়াও, মমতা জানান, কমিশন ব্যক্তিগত মালিকানাধীন ভবনকেও ভোটকেন্দ্র হিসাবে ব্যবহারের কথা ভাবছে বলে তিনি জানতে পেরেছেন। এই ধরনের পদক্ষেপ কেন করা হচ্ছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

শুধু মমতা একা নন, বাংলার শাসকদল তৃণমূলও বার বার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতেই কমিশন এসআইআর নিয়ে তাড়াহুড়ো করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে কমিশনের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেছিলেন। তিনি ১০ জন সাংসদের নামোল্লেখ করে তাঁদের কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে যে যে অভিযোগ তৃণমূল জানিয়েছে, তা নিয়ে কমিশন পদক্ষেপ করেনি কেন, তার জবাব চাওয়ার নির্দেশ দেন অভিষেক। তার পরের দিনই কমিশন চিঠি দিয়ে তৃণমূলের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানাল।

কমিশনের সঙ্গে দেখা করতে চাওয়ার বিষয়টি মঙ্গলবার আবার এক বার সমাজমাধ্যমে পোস্ট করে জানান অভিষেক। ১০ সাংসদের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন তোলেন, কমিশন যদি স্বচ্ছ হয়, তবে কেন ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছে? বৈঠক হোক সকলের সামনে। ওই বৈঠকটি সরাসরি সম্প্রসারের কথাও বলেছেন অভিষেক। কমিশনকে পাঁচটি প্রশ্ন করা হবে বলেও জানান অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement