SIR in West Bengal

রাজ্যে ভোটার-শুনানি শনিবার থেকে শুরু! কোথায় হবে, প্রথম দিকে কাদের ডাকা হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিস পাঠানোর প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, ১০ লক্ষ নোটিস ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

ভোটার তালিকা। — ফাইল চিত্র।

আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে। ২০০২ সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনও ‘ম্যাপিং’ করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাঁদেরই। রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় ৩০ লক্ষ। কমিশন সূত্রে খবর, ১০ লক্ষ নোটিস ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে।

Advertisement

ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে, তা-ও স্থির করে ফেলেছে কমিশন। সিইও দফতর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজ বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দফতরে। শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে, তা সংশ্লিষ্ট এলাকার ডিইও-র সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরও-রা।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের জন্য মাইক্রো অবজ়ার্ভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। প্রায় চার হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ওই মাইক্রো অবজ়ার্ভারদের নোটিস পাঠিয়ে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর সূত্রে খবর, আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় ওই মাইক্রো অবজ়ার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

মাইক্রো অবজ়ার্ভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বের তদারকি করা। কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজ়ার্ভারেরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। গত ১২ ডিসেম্বর মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দফতর। ইতিমধ্যে সেই অনুমতি পেয়েছে সিইও দফতর। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজ়ার্ভার নিয়োগের অনুমতি দেয় কমিশন। এ বার জানা গেল, রাজ্যে এসআইআর-এর শুনানির জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করছে কমিশন।

কমিশন সূত্রে খবর, মাইক্রো অবজ়ার্ভার হিসাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে, তাঁদের সকলে এ রাজ্যেরই। প্রাথমিক ভাবে কমিশন সূত্রে জানা গিয়েছিল, মাইক্রো অবজ়ার্ভার হিসাবে রাজ্য থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও নিয়োগ করা হতে পারে। সোমবার সিইও দফতর সূত্রে জানিয়ে দেওয়া হল, মাইক্রো অবজ়ার্ভার পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা সকলে এ রাজ্যেরই।

ঘটনাচক্রে, কমিশনের মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজ়ার্ভার পদে ‘দিল্লির লোক’ নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএ-দের নিয়ে সভায় তৃণমূলনেত্রী বলেন, “আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে। প্রত্যেক এলাকায় খবর রাখুন তো, কাকে কাকে নিয়োগ করা হয়েছে। তাঁরা কোন দফতরে কাজ করেন, কোথায় থাকেন। আমরা ডিটেলস চাই। আমি তাঁদের সহযোগিতা করব, কিন্তু আমার ডিটেলস চাই। এটা রাজ্যকে জিজ্ঞেস করে করেনি। নির্বাচন কমিশন ইচ্ছা করে করছে।”


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement