Fake News

ভুয়ো খবর রোখার বার্তা, ইটালির জাতীয় দিনে

কলকাতায় ইটালিয়ান কনসাল জেনারেল রিকার্দো দাল্লা কস্তা জানান, প্রদর্শনীটির পূর্ণাঙ্গ সংস্করণ দিল্লি থেকে সারা ভারত ঘুরবে। নির্দিষ্ট সময়ে কলকাতাতেও তা পূর্ণাঙ্গ ভাবে মেলে ধরা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৯:১৪
Share:

ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা। —প্রতীকী চিত্র।

ভুয়ো খবরের বিরুদ্ধে নাগাড়ে লড়াইয়ের বার্তা উঠে এল কলকাতায় ইটালিয়ান কনসুলেট আয়োজিত সংবাদমাধ্যমের ছবির প্রদর্শনীতে। আজ, সোমবার ২ জুন ইটালির ৭৯তম ন্যাশনাল ডে বা জাতীয় দিবস। ১৯৪৬ সালের ২ জুন এই দিনেই রাজতন্ত্রের বদলে প্রজাতন্ত্রের পথ বেছে নিয়েছিল ইটালি। সব নাগরিক তথা মেয়েদের ভোটাধিকারও এই দিনটি থেকেই সাদরে বরণ করে নেয় তারা। এই বিশেষ দিনটি উপলক্ষে ইটালির প্রধান সংবাদসংস্থা আনসা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর একটি অংশ কলকাতায় নিয়ে আসা হয়।

কলকাতায় ইটালিয়ান কনসাল জেনারেল রিকার্দো দাল্লা কস্তা জানান, এই প্রদর্শনীটির পূর্ণাঙ্গ সংস্করণ দিল্লি থেকে সারা ভারত ঘুরবে। নির্দিষ্ট সময়ে কলকাতাতেও তা পূর্ণাঙ্গ ভাবে মেলে ধরা হবে। সম্প্রতি রোমে আনসা-র এই প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইটালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লা। তিনি সেখানে বলেন, ‘‘যাচাই করা খবরের গুরুত্ব এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এতটা তীব্র মাত্রায় বিষয়টি আগে বোঝা যায়নি।’’

আলোকচিত্র প্রদর্শনীটি নিয়ে বার্তায় আনসা-র দাবি, ‘এই প্রদর্শনী ভারত ও ইটালির বন্ধুতা, সৌহার্দ্য ও সংযোগেরও আখ্যান। দু’দেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, দু’দেশের সৌন্দর্য ও সাংস্কৃতিক উৎকর্ষের নানা দিক আমরা মেলে ধরছি।’ একটি স্বাধীন সংবাদ সংস্থা হিসেবে ৮০ বছর ধরে ইটালির সংবাদমাধ্যমকে পুষ্ট করে আসছে আনসা। ইটালীয় সংবাদমাধ্যমের পথ চলার একটি দলিলও উঠে আসছে আলোকচিত্র সংগ্রহে। সব মিলিয়ে এক কোটি ৩০ লক্ষ আলোকচিত্রের বিপুল সংগ্রহের একটি বৈদ্যুতিন ভাঁড়ারও তৈরি করছে আনসা। যা ভবিষ্যতে ইতিহাস গবেষকদেরও কাজে আসবে।

ইটালিয়ান কনসাল জেনারেলের কথায়, ‘‘ভারত ও ইটালির সৌহার্দ্য প্রসারের পাশাপাশি কলকাতার সঙ্গে ইটালির বহু পুরনো সংযোগ উদ্‌যাপনেরও আমরা শরিক।’’ সম্প্রতি কনসুলেটের উদ্যোগে একদা কলকাতার সাংস্কৃতিক গরিমার চিহ্ন তথা উচ্চকোটির বিশেষ পছন্দের দু’টি রেস্তরাঁ ফিরপো এবং পেলিতির পরিবারের উত্তরাধিকারীরা শহরে এসেছিলেন। কলকাতা, ইটালির মেলামেশার স্মৃতি সংরক্ষণ ও পুনরুজ্জীবনের নানা প্রকল্পে জড়িয়ে আছে ইটালিয়ান কনসুলেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন