ট্রাক থামিয়ে ‘টাকা’।নিজস্ব চিত্র।
আগামীকাল কালিপুজো, তবে চাঁদা নিয়ে জুলুমবাজদের রমরমা তা প্রায় অনেকদিন ধরেই। এই দৌরাত্বে অতিষ্ট গোটা রাজ্য। সম্প্রতি বিষ্ণুপুরে চাঁদা আদায় বন্ধের অভিযানে গেলে এসডিপিও লাল্টু হালদারের হাতে এই রকমই চাঁদার রসিদ ধরিয়ে দেয় এক দল কিশোর। রসিদে আদায়কারীর নাম ‘আমি’, সম্পাদকের নাম ‘তুমি’ লেখা। দাতার নামের জায়গায় লেখা, ‘শ্রী শ্যামাপুজো’। বিলবই আটক করে নিয়ে আসেন এসডিপিও।
গ্যালারিতে রইল চাঁদা নিয়ে জুলুমবাজির খন্ড চিত্র।