Rain Forecast

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা, দক্ষিণের দুই জেলায় ভারী বৃষ্টি, কবে থেকে বদলাবে হাওয়া?

ঝড়বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:২২
Share:

রবিবারও রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সব জেলায় রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে গরম অনেকটাই কমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও কমতে পারে। তার পর ধীরে ধীরে বৃদ্ধি পাবে গরম। সোমবার থেকে বদলাতে পারে রাজ্যের আবহাওয়া।

Advertisement

শনিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। হুগলিতেও এই গতিতে ঝড় হতে পারে। তবে সেখানে শিলাবৃষ্টির পূর্বাভাস নেই। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দুই মেদিনীপুরে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবস্থা বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তৈরি থাকতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও দক্ষিণের সব জেলায় ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির বিষয়ে সচেতন করতে হলুদ সতর্কতা জারি করা হয়।

উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙে শিলাবৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও উত্তরের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

ঝড়বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির আর সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement