মিটবে চাষের জলের আকাল

ডিভিসি সূত্রে খবর, দু’টি জলাধারেই এখনও পর্যন্ত পর্যাপ্ত জল রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ০২:৪১
Share:

—ফাইল চিত্র।

রাজ্যের দাবি মেনে সেচের জন্য ডিভিসি এখনও পর্যন্ত দু’দফায় মোট ১,৫৯,০০০ একর ফিট জল ছেড়েছে। প্রথম ধাপে ডিভিসি ২৯ জুলাই থেকে টানা ১০ দিন তাদের মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১,৩৫,০০০ একর ফিট জল ছাড়ে। রাজ্য সরকার আরও জল চাওয়ায় শুক্রবার থেকে ফের দু’দিন অতিরিক্ত জল দেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চাষের জন্য জলের আকাল কিছুটা হলেও মিটবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ডিভিসি সূত্রে খবর, দু’টি জলাধারেই এখনও পর্যন্ত পর্যাপ্ত জল রয়েছে। ফলে সেচের জলের কোনও অভাব হবে না। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের কৃষিপ্রধান জেলাগুলিতে এ বছর বৃষ্টিপাতের ঘাটতির জেরে খরিফ মরসুমের চাষ নিয়ে কৃষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বুঝে গত মাসে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ডিভিসি কর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকের পরই সেন্ট্রাল ওয়াটার কমিশনের নির্দেশিকা মেনে ধাপে ধাপে জল ছাড়ার সিদ্ধান্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন