rail blockade

রেল অবরোধে কৃষক সংগঠন

গত ১০ মাস ধরে চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই সোমবার দেশ জুড়ে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৮:২১
Share:

সংযুক্ত কিষান মোর্চার ডাকে রেল অবরোধ নিজস্ব চিত্র।

উত্তরপ্রদেশে কৃষক-হত্যার প্রতিবাদে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রেল অবরোধ হল এ রাজ্যেও। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে গত ১০ মাস ধরে চলমান কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই সোমবার দেশ জুড়ে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গের কিছু স্টেশন, বাঁকুড়ার ওন্দা, বর্ধমানের শক্তিগড়, নদিয়ার কৃষ্ণনগর এবং উত্তর ২৪ পরগনার হৃদয়পুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যেই কিছু ক্ষণের জন্য রেল অবরোধ করেন বিভিন্ন কৃষক সংগঠনের কর্মী-সমর্থকেরা। তবে কলকাতার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় বিশেষ কর্মসূচি দেখা যায়নি। তাই শহরতলির স্টাফ স্পেশ্যাল ট্রেন চলাচলেও বড়সড় কোনও প্রভাব পড়েনি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মোদী সরকারের ‘দেশ বিক্রি’র নীতির বিরুদ্ধে জেলায় জেলায় পদযাত্রা ও বিক্ষোভ-সভা করার কর্মসূচি নিচ্ছে কৃষক সংগঠনগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন