Voter List

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশ, খসড়ার থেকে ভোটার বৃদ্ধি ৯ লক্ষাধিক

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল। বাংলায় মোট ভোটারের সংখ্যা বেড়েছে ১.২৪ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২৩:১১
Share:

এই ভোটার তালিকা ধরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ফাইল চিত্র।

চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা বাড়ল রাজ্যে। বাংলায় ভোটার বেড়েছে ১.২৪ শতাংশ।

Advertisement

খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩। চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭। অর্থাৎ, খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা বেড়েছে ৯ লক্ষ ২০ হাজার ১৪৪।

Advertisement

রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯৯ জন। রাজ্যে নতুন ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১। ১৮-১৯ বছরের ভোটারের হার ২.২০ শতাংশ। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ২২৯ জনের। এই ভোটার তালিকা ধরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement