বিজেপির বিরুদ্ধে গ্যাস-অভিযোগ গড়াল থানায়

ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ানোর জন্য বিজেপি এবং আরএসএস নেতারা ২৩৫ জনের নাম সুপারিশ করেছিলেন বলেও অশোকবাবুর অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৪:৩৪
Share:

প্রতীকী ছবি।

গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে বিজেপি এবং আরএসএসের এক গুচ্ছ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বিধাননগর পূর্ব থানায়। বিজেপি থেকে বহিষ্কৃত এবং অধুনা শিবসেনার নেতা অশোক সরকার ওই অভিযোগ দায়ের করেছেন। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এলপিজি-র ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া নিয়ে এ রাজ্যে স্বজনপোষণ এবং আর্থিক কেলেঙ্কারি হয়েছে। ওই ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ানোর জন্য বিজেপি এবং আরএসএস নেতারা ২৩৫ জনের নাম সুপারিশ করেছিলেন বলেও অশোকবাবুর অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

Advertisement

অভিযোগের সমর্থনে কিছু নথিও পুলিশকে জমা দিয়েছেন অশোকবাবু। যেমন— কারা গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ পাবেন, তা নিয়ে বিজেপি এবং আরএসএস নেতাদের মধ্যে যে সব ই-মেল চালাচালি হয়েছিল, তার প্রতিলিপি জমা পড়েছে থানায়। ওই সব ই-মেলে বিজেপির কয়েক জন রাজ্য ও জেলা নেতা এবং আরএসএসের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই নেতার নাম রয়েছে। গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপের জন্য টাকা দিয়েও তা না পাওয়ায় কিছু দিন আগেই বিজেপির কয়েক জন জেলা নেতা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সে কথা প্রশ্নের জবাবে স্বীকারও করেছিলেন দিলীপবাবু। দলের অন্দরের অভিযোগ এ বার থানায় গড়ানোর পরে দিলীপবাবু বলেন, ‘‘কেউ কোনও সুবিধাই যেখানে পায়নি, সেখানে আবার অভিযোগ কীসের? আর টাকার লেনদেন হয়ে থাকলে অভিযোগকারীকেই প্রমাণ দিতে হবে, কাকে কেন কত টাকা দিয়েছেন। হাওয়ায় অভিযোগের গুরুত্ব নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন