WestBengal

সোনারপুরে বাজি কারখানায় আগুন

বাজি কারখানায় আগুন লাগল সোনারপুর থানার অর্ন্তগত গোবিন্দপুর এলাকার হেদেরপার্কে। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ তরুণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বাজি কারখানায় আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সোনারপুর শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০৪
Share:

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: শশাঙ্ক মণ্ডল।

বাজি কারখানায় আগুন লাগল সোনারপুর থানার অর্ন্তগত গোবিন্দপুর এলাকার হেদেরপার্কে। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ তরুণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির বাজি কারখানায় আগুন লাগে। জানা গিয়েছে, ওই কারখানায় প্রচুর পরিমাণে বাজি তৈরির মসলা মজুদ রাখা ছিল। ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু কারখানা সংলগ্ন একটি স্থানে চারটি কুকুর বাঁধা অবস্থায় ছিল। আগুনে ঝলসে কুকুরগুলির মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এলাকাবাসীর অভিযোগ এর আগেও এই কারখানায় তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘনবসতির মধ্যে বাজি কারখানা গড়ে ওঠা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। এ দিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন বারুইপুরের এসডিপিও অর্ক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আনন্দ উৎসবে ফিরে এল নতুন দুর্গাপুজোর তথ্য

Advertisement

খাওয়ার বাসন, আসনেও থাক পুজোর সাজ

অটোকে ছিটকে দিল বেপরোয়া বাস, সল্টলেকে মৃত ১, জখম ৪

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন