Howrah station

রাতে হাওড়া স্টেশনে আগুন, ছড়াল আতঙ্ক

হাওড়া স্টেশন চত্বরে আগুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৫
Share:

আগুন লাগার খবরে ছড়ায় আতঙ্ক। নিজস্ব চিত্র।

হাওড়া স্টেশনে আগুন। ছড়াল আতঙ্ক।

Advertisement

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। খবর পৌঁছয় দমকল বিভাগে। যাতায়াতের মাঝেই আগুন লাগার খবরে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে অফিস টাইম না হওয়ার কারণে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা কমই ছিল স্টেশনে। ট্রেনও কম ছিল সেই সময়ে।

আগুন লাগার খবর পেয়েই যাত্রীদের মধ্যে সামান্য হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরাও। কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখেই ছড়ায় আতঙ্ক। খুব তাড়াতাড়িই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Advertisement

আরও পড়ুন: অনেক সেতুর অবস্থাই খারাপ, বললেন মুখ্যমন্ত্রী, তদন্ত না হওয়া পর্যন্ত বন্ধ মেট্রোর কাজ

প্রাথমিক তদন্তে অনুমান, রেলের কেবলের তার থেকেই এই আগুন ছড়িয়েছে। তবে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। আগুন লাগার কারণে ট্রেন চলাচলে কোনওরকম বিঘ্ন ঘটেনি।

কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন