Kaliganj by-election

‘কালীগঞ্জ উপনির্বাচনের জন্য গুজরাতের সংস্থাকে বরাত’! কেন বাংলা বঞ্চিত, কমিশনের উদ্দেশে বিধানসভায় প্রশ্ন ববির

কালীগঞ্জ উপনির্বাচনের কাজের জন্য গুজরাতের সংস্থাকে বরাত দিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভায় এই দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৪:৫৫
Share:

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

কালীগঞ্জ উপনির্বাচনের কাজের জন্য গুজরাতের সংস্থাকে বরাত দিয়েছে নির্বাচন কমিশন। বিধানসভায় এই দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। পাশাপাশিই কমিশনের উদ্দেশে তাঁর প্রশ্ন, এ ক্ষেত্রের কেন বাংলার সংস্থাগুলিকে বঞ্চিত করা হচ্ছে?

Advertisement

এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। ফোন এবং মেসেজ করা হয়েছিল। কিন্তু এখনও তাদের তরফে কোনও জবাব মেলেনি।

বুধবার বিধানসভায় ফিরহাদ দাবি করেন, উপনির্বাচনের একটি কাজের জন্য টেন্ডার ডেকেছিল কমিশন। সেখানে বাংলার অনেক সংস্থাই টেন্ডার দাখিল করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বরাত পেয়েছে গুজরাতের একটি সংস্থা। তাঁর অভিযোগ, এ ভাবেই বাংলার সংস্থাগুলিকে বঞ্চিত করা হচ্ছে।

Advertisement

আগামী ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন। দখলে থাকা আসন ধরে রাখতে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের উপরই ভরসা রেখেছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোট ধরে রাখতে কালীগঞ্জ আসনটি বামফ্রন্ট ছেড়ে দিয়েছে হাত প্রতীককে। তাই সর্বভারতীয় কংগ্রেসের অনুমোদন নিয়ে কালীগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ। আর বিজেপি প্রার্থীর নাম আশিস ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement