Nadia Accident

দিঘা যাওয়ার পথে নদিয়ায় মারুতি ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাসের, মৃত্যু পাঁচ জনের

নদিয়া জেলার নাজিরপুর থেকে যাত্রীদের নিয়ে দিঘার উদ্দেশে যাচ্ছিল বাসটি। মহিষবাথানের কাঁঠালিয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানে ধাক্কা মারে বাসটি। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ০৯:৩৯
Share:

নদিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মারুতি ভ্যানের। মঙ্গলবার সকালে। —নিজস্ব চিত্র।

সাতসকালে নদিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মারুতি ভ্যানের। ঘটনাস্থলেই মৃত্যু হল পাঁচ যাত্রীর। মৃতদের মধ্যে তিন জন মহিলা ও দু’জন পুরুষ। মারুতি ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতাল থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতেরা হলেন সঞ্জয় সরকার, তাঁর মা অনিমা সরকার। দু’জনেই থানারপাড়া থানা এলাকার গোয়াস গ্রামের বাসিন্দা। আহত মারুতি ভ্যানের চালকের নাম সুমন শেখ। অন্য মৃত ব্যক্তিরা হলেন মমতা সরকার, সুলেখা সরকার। দু’জনেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার রানিনগরের বাসিন্দা।

নদিয়া জেলার নাজিরপুর থেকে যাত্রীদের নিয়ে দিঘার উদ্দেশে যাচ্ছিল বাসটি। মহিষবাথানের কাঁঠালিয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানে ধাক্কা মারে বাসটি। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। ক্ষতিগ্রস্ত হয় বাতানুকূল বাসটির সামনের অংশও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারুতি ভ্যানে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। আর বাসের যাত্রীদের অনেকে আহত। তাঁদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ। এই প্রসঙ্গে তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভতোষ সরকার বলেন, “বাস এবং মারুতি ভ্যানের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement