দুর্ঘটনায় মৃত ৫

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। জখম চার জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক জেলার চিঙ্গুড়িয়াপুর এলাকায় জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত গৌতম দরিপা (৬০), সুপ্রিয়া দরিপা (৪৮) বাঁকুড়া শহরের পদ্মারপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:৪৬
Share:

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। জখম চার জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক জেলার চিঙ্গুড়িয়াপুর এলাকায় জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত গৌতম দরিপা (৬০), সুপ্রিয়া দরিপা (৪৮) বাঁকুড়া শহরের পদ্মারপাড়া এলাকার বাসিন্দা। মৃত নীরঞ্জন দাস (৬২) ও মান্তু চৌধুরী (২৫) বাঁকুড়া সদর থানার মাতলা এলাকার এবং গাড়ির চালক অশোক কর্মকার বাঁকুড়ার বাসিন্দা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে পুলিশ ভদ্রক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও দু’জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রের খবর। জখম ব্যাক্তিদের চোটও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement