বায়ুসেনার হেলিকপ্টারে উদ্ধার ঘাটালের জলবন্দি মানুষ, দেখুন ভিডিও

দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসার পর শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৮:৪৪
Share:

বায়ুসেনার উদ্ধারকাজ চলছে। নিজস্ব চিত্র।

ঘাটালে বন্যা দুর্গতদের উদ্ধার করা হল। শনিবার বেলা সাড়ে ১২টায় জলবন্দি মানুষদের উদ্ধারে নামে বায়ুসেনার এমআই১৭ ভি৫ হেলিকপ্টার। ২৪ জনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়। আরও কয়েক জন আটকে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বায়ুসেনার কপ্টারটি। দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসার পর শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: নতুন করে বহু এলাকা প্লাবিত, রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

এ দিন ঘাটালের বেশ কিছু জায়গায় নতুন করে প্লাবিত হয়। বুধবার রাতে ঘাটালের প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় গোটা প্রতাপপুর-সহ আশপাশের কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। বাঁধ সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে বেশ কয়েক জন আটকে পড়ে। জলের উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় আটকে পড়া মানুষগুলো আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। শুক্রবার বায়ুসেনার একটি কপ্টার উদ্ধারে গিয়ে ফিরে আসে। কিন্তু এ দিন বেলা হতেই ফের উদ্ধারে নামে বায়ুসেনার হেলিকপ্টারটি।

Advertisement

ঘাটালে বায়ুসেনার উদ্ধারকাজ

ভিডিও: অভিজিত্ চক্রবর্তী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন