— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সরস্বতীপুজোয় পারদপতন হলেও ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে কলকাতার পারদ। দক্ষিণের অন্য জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে বাড়তে ১২-১৩ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় সোমবার তাপমাত্রা আরও খানিকটা বেড়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে একই পূর্বাভাস।
তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে আগামী চার দিন। উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।