TMC

কালনায় মমতার মঞ্চে হুমায়ুন, দলনেত্রীর হাত ধরে যোগ দিলেন তৃণমূলে

জল্পনা সত্যি করে রাজনীতিতেই এলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৮
Share:

হুমায়ুন কবীরের তৃণমূলে যোগ। ফাইল ছবি।

জল্পনা সত্যি করে রাজনীতিতেই এলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনায় রামকৃষ্ণ বিদ্যাপীঠ ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেখানে মমতার হাত ধরেই হুমায়ুন তৃণমূলে যোগ দেন।

Advertisement

গত ২৯ জানুয়ারি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন হুমায়ুন। সেই সময় তিনি হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে ছিলেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হত আগামী এপ্রিলে। তার আগেই তিনি ইস্তফা দেন। অবসরের মাস তিনেক আগে চাকরিতে ইস্তফা দেওয়ায় তাঁর রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়। হুমায়ুন যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।’’ কিন্তু দিন দশেক কাটতে না কাটতেই তিনি সেই রাজনীতিতেই যোগ দিলেন।

এর আগে গত নভেম্বরে হুমায়ুনের স্ত্রী অনিন্দিতা কবীর কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে দলে যোগ দিয়েছিলেন। তার পর হুমায়ুনের হঠাৎ ইস্তফায় জল্পনা তৈরি হয়, এ বার তিনিও তৃণমূলে যোগ দেবেন। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement