Sital Kumar Sardar Death

প্রয়াত প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, হাওড়ার সাঁকরাইল কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন টানা পাঁচ বার

প্রথম বার কংগ্রেসের টিকিটে। পরের চার বার তৃণমূলের প্রার্থী হিসেবে। ২০০৬ সালের বিধানসভা ভোটের রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের ৩০ জন প্রার্থী জিতেছিলেন। তাঁদের মধ্যে এক জন ছিলেন শীতল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০০:০১
Share:

প্রয়াত হাওড়ায় সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন হাওড়ায় সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচ বার ওই আসন থেকে বিধানসভা ভোটে জিতেছিলেন তিনি।

Advertisement

প্রথম বার কংগ্রেসের টিকিটে। পরের চার বার তৃণমূলের প্রার্থী হিসেবে। ২০০৬ সালের বিধানসভা ভোটের রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের ৩০ জন প্রার্থী জিতেছিলেন। তাঁদের মধ্যে এক জন ছিলেন শীতল।

পাঁচ বারের বিধায়ক শীতল ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। যদিও বিজেপি তাঁকে সাঁকরাইলে টিকিট দেয়নি। বছর দুয়েক আগে তৃণমূলে ফিরেছিলেন তফসিলি জাতির ওই প্রবীণ নেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement